Science Guru হলো একটি সায়েন্স ডেডিকেটেড সার্চ ইঞ্জিন যা Google Custom Search Engine এর প্রতিরূপ যেখানে প্রসিদ্ধ সকল বিজ্ঞান ভিত্তিক ওয়েবসাইটের সংকোলন ঘটানো হয়েছে - এখানে কোনরূপ পক্ষপাতিত্ব করা হয়নি বরং এটি সম্পূর্ণই অলাভজনক একটি প্রজেক্ট; তদুপরি Science Guru হতে লব্ধ ডাটা সমূহের শতভাগ পিউরিটির নিশ্চয়তা দেওয়া হচ্ছে না [এটা সম্পূর্ণই ঐসকল ওয়েবসাইটের দায়বদ্ধতা] তদুপরি Science Guru উহা আরও অধিক মূল্যায়ন করে সর্বাপেক্ষা সঠিকতম তথ্য অনুসন্ধানে আপনাকে প্রত্যয়ী হওয়ার পরামর্শ প্রদান করে। অপরাপর Science Guru হতে প্রাপ্ত তথ্যের অপব্যবহারে আপনার বা অন্যের কোনরূপ দূর্ঘটনা বা ক্ষয় ক্ষতির দায়ভার একান্তই ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচিত হবে।
আপনার সুন্দর জীবনের জন্য শুভেচ্ছা রইলো।