Description & Destination

Science Guru হলো Science এর জন্য ডেডিকেটেড একটি স্পেশাল সার্চ ইঞ্জিন যা মূলত Google Custom Search Engine এর প্রতিরূপ - যা একজন সন্ধানী/অনুসন্ধিৎসু ব্যক্তিকে তার নির্দিষ্ট Keyword বা Subject এর ভিত্তিতে বিভিন্ন সুপ্রসিদ্ধ সায়েন্স ভিত্তিক ওয়েবসাইট হতে কাঙ্খিত রেজাল্ট পেতে সহায়ক ভূমিকা পালন করবে।

মূলত সারফেস ওয়েবে তথ্য ভিত্তিক অনুসন্ধানে শুধুমাত্র সায়েন্টিফিক ব্যাখ্যা তথা অ্যানালাইসিস, তথ্য ও উপাত্ত, সমাধান ও যৌক্তিকতা বিশ্লেষণে আপনার সহায়ক হিসেবে Science Guru এর অবতারণা। এছাড়াও যেকোন বিষয়ে রেফারেন্স এবং রিসার্চ লব্ধ তথ্য অনুসন্ধানে এখানে সংযোজিত আছে WikiBot

প্রচলিত যাবতীয় কুসংস্কারাচ্ছন্নতা ভেদ করে সকলের মাঝে যৌক্তিক বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে প্রত্যয়ী মানসিকতা গড়ে তোলাই Science Guru এর লক্ষ্য। অপরাপর এর Elite Eye ফাংশনে আপনি কাঙ্ক্ষিত বিষয়ে বিভিন্ন মাধ্যম হতে আরও স্পেসিফিক তথ্য সংগ্রহ করে সেটা জাস্টিফিকেশনের মাধ্যমে ফ্যাক্ট চেক ও মূল্যায়ন করার অবকাশ পাচ্ছেন।

আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।